Fun

ক্রিপ্টো মার্কেটের বর্তমান অবস্থা!

tanay123 - 2025-10-13 18:59:51


আপনারা যারা কম বেশি ক্রিপ্টোকারেন্সি নিয়ে খোজ খবর রাখের তারা হয়ত জেনে থাকবেন বিগত ২ দিন আগে অর্থাৎ ১০ তারিখ রাতে ক্রিপ্টো মার্কেটে অনেক বড় ক্রাশ হয়েছে।


এই ধরনের ক্রাশ ক্রিপ্টো ইতিহাসে কখনও হয় নি। আজ পর্যন্ত কখনও মাত্র কয়েক ঘন্টার ভিতর এই ধরনের ডাম্প হয় নি।


হঠাৎ এই ডাম্পের কারনে অনেক মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে যারা ফিউচার ট্রেড করেন তাদের মধ্যে অধিকাংশের লিকুইডেশন হয়ে গেছে। আর যারা স্পট ট্রেড করে তাদের একাউন্ট ব্যালেন্স অর্ধেক হয়ে গেছে।



মাত্র কয়েক ঘন্টার মধ্যে মার্কেট থেকে ২০ বিলিয়ন ডলার উধাও হয়ো গেছে। অনেকের সম্বলটুকুও হারিয়ে ফেলেছে। বিশেষ করে যারা নতুন ট্রেডিং শুরু করেছে তারা তাদের সবটাই হারিয়েছে।


একটা নিউজে জানতে পারলাম, ইউক্রেনের একজন ক্রিপ্টো ইনভেস্টটর প্রায় ৩২ মিলিয়ন ডলার হারিয়ে সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তাহলে ভেবে দেখুন বিষয়টা কতটা গুরুতর।



বিগত দিনের এই ডাম্পের পর অধিকাংশ মানুষের ক্রিপ্টোর উপর থেকে ভরসা উঠে গেছে। তবে সবাই যেখানে বুলরান বুলরান করছে সেখানে এত বড় ডাম্প কেন?


বিটকয়েন, ইথিরাম, সলোনার মতো কয়েন এক ঝটকায় ২০/২৫ % ডাউন হয়ে গিয়েছিলো। তাহলে অন্যান্য কয়েনগুলো কি হতে পারে সেটাই ভেবে দেখুন। কিন্তু কেন এমনটা হলো?


সবাই ধারনা করছে ডোনাল্ড ট্রাম্পের টুইটের কারনে এমন হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের টুইট তো আগেও কয়েছে কিন্তু তখন তো এত বড় ডাম্প হয় নি!



সত্যি বলতে, এটা হয়েছে মেনুুপলেশনের কারনে। বড় এক্সচেঞ্জার রা এই ধরনে মেনুপলেশন করে মানুষকে মার্কেট থেকে বের করে দিয়েছে।


ক্রিপ্টো মার্কেট সব সময় রিস্কি তাই এখানে অভিজ্ঞতা ছাড়া ট্রেড করতে যাওয়া উচিত নয়। আবার কখনও কখনও অভিজ্ঞতাও কোনো কাজে লাগে না।


যাই হোক, অনেকেই দেখলাম মার্কেটের এমন পরিস্থিতিতে হতাশ হয়ে গেছে। সত্যি বলতে, যদিও আমি নিজে ট্রেড করি না তবে এই ধরনের ডাম্প দেখে খারাপ লাগলো, কত মানুষ তার সব মূলধন হারিয়ে ফেলেছ মাত্র কয়েক ঘন্টার ভিতর। আশা করবো, মার্কেট আবারও দ্রুত রিকোভার করবে।













পোস্টে ব্যবহৃত প্রতিটা ছবি বাইনান্স থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে